মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ০১ জুন ২০২৪ ১১ : ৩০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শেষ দফার নির্বাচন, এই দফায় ভোট লড়ছেন একগুচ্ছ হাইভোল্টেজ প্রার্থী। ভোটের দিন সকালেই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক ব্যানার্জি। অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হয়েই জানান, ভোট হচ্ছে উৎসবের মেজাজে। শেষ দফার ভোটে আবহাওয়া অনুকূল, গরম সকালের দিকে তুলনামূলক কম। এই আবহাওয়ায় প্রার্থীরা বেশি সংখ্যক ভোট দেওয়ার জন্য পথে নামবেন বলেও আশাবাদী তিনি। ভোটের দিনেও তাঁর মুখে বাংলার প্রতি বঞ্চনার কথা। অভিষেক বলেন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, তার প্রতিফলন কেবল ৯টা আসন নয়, রাজ্য জুড়েই প্রতিফলিত হবে ভোট বাক্সে। ইন্ডিয়া জোটের ফলাফল কী হবে বলে তাঁর ধারণা? প্রশ্নের উত্তরে অভিষেক সাফ জানান, ফলাফল তো বোঝা যাবে ৪ তারিখ। তার সঙ্গেই বলেন, এই নির্বাচন 'ইলেক্ট' করার ভোট নয়, এই ভোট প্রতিবাদের এবং প্রত্যাহারের। এবার সাধারণ মানুষ নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার জন্য ভোটাধিকার প্রয়োগ করছেন, একই সঙ্গে এনডিএ জোটকে জবাব দেওয়ার ভোট ২০২৪-এর এই নির্বাচন। শেষ দফার ভোটের দিন দাঁড়িয়ে অভিষেক বলেন, '৪ তারিখ যখন ভোট বাক্স গোনা হবে, আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি, এদের বিদায় আসন্ন। আমি মানুষের মধ্যে ক্ষোভ দেখেছি, তৃণমূলের পক্ষে সতঃস্ফুর্ততা দেখেছি সর্বত্র।' একই সঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি ২০১৯-এ বাংলায় তৃণমূলের যে ফল হয়েছিল, তার থেকে অনেক ভাল ফল হবে। ২০১৯-এ যে আসন আমরা পেয়েছিলাম, তার তুলনায় বাড়বে আসন সংখ্যাও।' দক্ষিণ ২৪ পরগনার সব আসনই তৃণমূল জিতবে বলেও আশাবাদী অভিষেক।